অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. স্টার টপোলজি হলো—

i. হাবের সঙ্গে যুক্ত থাকে

ii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে

iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?

ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর

খ. রাউটারের ওপর

গ. তারের ওপর

ঘ. ব্যাকবোনের ওপর

৫৩. স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে?

ক. সুইচ খ. কেন্দ্রীয় ডিভাইস

গ. কম্পিউটার ঘ. রাউটার

৫৪. কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

৫৫. অনেকগুলো স্টার টপোলজি মিলে তৈরি হয় কোন টপোলজি?

ক. ট্রি খ. বাস

গ. স্টার ঘ. রিং

৫৬. ট্রি টপোলজি দেখতে কেমন?

ক. গোলাকার বৃত্তের মতো

খ. চারকোনা

গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো

ঘ. ত্রিভুজাকার

৫৭. ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে?

ক. মূল কম্পিউটার খ. ব্যাকবোন

গ. হাব ঘ. রাউটার

৫৮. নিচের কোনটি টপোলজি?

ক. ডেটা খ. প্রোগ্রাম

গ. মেশ ঘ. রাউটার

৫৯. নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?

ক. মেশ খ. বাস

গ. রিং ঘ. স্টার

৬০. পৃথিবীর সম্পদ কী?

ক. মানুষ খ. তথ্য

গ. কথা ঘ. ভাব বিনিময়

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ঘ ৫২.ক ৫৩.খ ৫৪.খ ৫৫.ক ৫৬.গ ৫৭.ক ৫৮.গ ৫৯.ক ৬০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা