সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১. আমাদের শরীর সরাসরি কাজে লাগাতে পারে না—

i. জটিল খাদ্য

ii. সরল ও তরল খাদ্য

iii. অদ্রবণীয় খাদ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের প্রয়োজন—

i. বিভাজন

ii. অক্সিজেন

iii. খাদ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. লালা কী ধরনের পদার্থ?

ক. বর্ণহীন তরল

খ. ধূসর তরল

গ. বর্ণহীন অর্ধতরল

ঘ. ধূসর অর্ধতরল

৪. লালাগ্রন্থি কোথায় অবস্থিত?

ক. মুখের সামনে

খ. পাকস্থলীর প্রাচীরে

গ. অন্ননালির পেছনে

ঘ. মুখের পেছনে

৫. কোন অবস্থায় এনজাইম ভালো কাজ করে?

ক. নির্দিষ্ট চাপে খ. নির্দিষ্ট তাপমাত্রায়

গ. নির্দিষ্ট উচ্চতায় ঘ. নির্দিষ্ট ঘনত্বে

৬. এনজাইম কী দিয়ে তৈরি?

ক. শর্করা খ. আমিষ

গ. খনিজ লবণ ঘ. ভিটামিন

৭. ট্রিপসিন এনজাইম কিসের ওপর ক্রিয়া করে?

ক. চর্বির খ. ভিটামিনের

গ. আমিষের ঘ. শর্করার

৮. কোন এনজাইম শ্বেতসারকে মলটোজে পরিণত করে?

ক. টায়ালিন খ. পেপসিন

গ. ট্রিপসিন ঘ. অ্যামাইলেজ

৯. লালার এনজাইম শ্বেতসারকে নিচের কোনটিতে পরিণত করে?

ক. মলটোজ খ. আমিষ

গ. স্নেহ ঘ. সেলুলোজ

১০. লালার এনজাইম শ্বেতসারকে—

i. শর্করায় পরিণত করে

ii. আমিষে পরিণত করে

iii. মলটোজে পরিণত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.খ ২.গ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.খ ৭.গ ৮.ক ৯.ক ১০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন