সংক্ষেপে জেনে রাখি - অণু পরিবার, কেন্দ্রীয় ব্যাংক, ভূ-স্থির উপগ্রহ, পাঁচসালা পরিকল্পনা

অণু পরিবার

স্বামী-স্ত্রী ও তাঁদের অবিবাহিত সন্তানসন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক বা অণু পরিবার বলে। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানসন্ততি। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। অনু পরিবারের সুবিধা হলো এখানে সবাই সমান সুযোগ সুবিধা পায়।

কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকগুলোকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক। দেশে কাগজের মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার হলো কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক।

ভূ-স্থির উপগ্রহ

অনেক কৃত্রিম উপগ্রহ এমনভাবে স্থাপন করা হয় যে তাদের ভূ–আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান হয়। এসব কৃত্রিম উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলা হয়। আবর্তনকাল আহ্নিক গতির সমান হওয়ায় পৃথিবীর নির্দিষ্ট স্থান থেকে ভূ-স্থির উপগ্রহকে সব সময় আকাশের একই জায়গায় দেখা যায়।

পাঁচসালা পরিকল্পনা

পাঁচসালা পরিকল্পনা হলো পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা। স্বাধীনতা লাভের পর সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশন গঠন করে। কমিশনের সুপারিশ মোতাবেক সরকার যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য বাণিজ্য, শিল্প, কৃষিসহ বিভিন্ন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করে। ১৯৭২ সাল পর্যন্ত বকেয়া সুদসহ কৃষিজমির খাজনাও মওকুফ করে দেওয়া হয়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ আটটি পাঁচসালা পরিকল্পনা দেখেছে।

আরও পড়ুন