সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৯
১. বাংলাদেশে সাধারণত কত বছরের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়?
ক. ৫৫ বছরের বেশি
খ. ৬০ বছরের বেশি
গ. ৬০ বছরের কম
ঘ. ৭০ বছরের বেশি
২. আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ—
i. তাঁদের উপার্জনের সামর্থ্য নেই
ii. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
iii. সমাজে নৈতিক শিক্ষার অবনতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বাংলাদেশে সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত?
ক. ৫৭ বছর খ. ৫৯ বছর
গ. ৬০ বছর ঘ. ৬৫ বছর
৪. বাংলাদেশে কত বছর পর মানুষ দৈনন্দিন জীবিকা উপার্জনের কাজ থেকে অবসর নেয়?
ক. ৫৫ বছরের পর
খ. ৬০ বছরের পর
গ. ৬২ বছরের
ঘ. ৬৫ বছরের পর
৫. আরাফাত হাবিব একজন সরকারি চাকরিজীবী। কত বছর বয়সে তিনি অবসরে যাবেন?
ক. ৫০ খ. ৫৫
গ. ৫৯ ঘ. ৬০
৬. কোন সংস্থাটি প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষার কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে?
ক. কমনওয়েলথ খ. সার্ক
গ. আসিয়ান ঘ. জাতিসংঘ
৭. ‘প্রবীণ দিবস’ ঘোষণা করেছে কোন সংস্থা?
ক. জাতিসংঘ খ. সার্ক
গ. আসিয়ান ঘ. কমনওয়েলথ
৮. স্বার্থসেবা পাওয়ার অধিকার প্রবীণদের কোন ধরনের অধিকারের অন্তর্ভুক্ত?
ক. অংশগ্রহণসংশ্লিষ্ট অধিকার
খ. পরিচর্যার সংশ্লিষ্ট অধিকার
গ. স্বাধীনতাসংশ্লিষ্ট অধিকার
ঘ. উন্নয়ন মর্যাদাসংশ্লিষ্ট অধিকার
৯. বিভিন্ন নীতিনির্ধারণ ও তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ প্রবীণদের কোন ধরনের অধিকার?
ক. অংশগ্রহণসংশ্লিষ্ট
খ. স্বাধীনতাসংশ্লিষ্ট
গ. পরিচর্যাসংশ্লিষ্ট
ঘ. মর্যাদাসংশ্লিষ্ট
১০. প্রতি ১০ জনের মধ্যে কতজন মহিলা বয়স্ক ভাতার আওতাভুক্ত হবেন?
ক. ৩ জন খ. ৪ জন
গ. ৫ জন ঘ. ৬ জন
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.খ ২.ঘ ৩.খ ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ক ১০.গ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা