অধ্যায় ৭

৩১. বাংলাদেশের সংবিধানে কতটি ভাগে বিভক্ত রয়েছে?

ক. ১১টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১৪টি

৩২. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৪০টি খ. ১৪৮টি

গ. ১৫২টি ঘ. ১৫৩টি

৩৩. বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

৩৪. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?

ক. ৪টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৭টি

৩৫. রাষ্ট্র পরিচালনার মূলনীতি—

i. জাতীয়তাবাদ

ii. সমাজতন্ত্র ও গণতন্ত্র

iii. ধর্মনিরপেক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

অষ্টম শ্রেণি – বাংলা | প্রার্থনা - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

৩৬. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

ক. ইসলাম খ. হিন্দু

গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান

৩৭. বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে কোনটি?

ক. স্বদেশীয় খ. প্রবাসী

গ. বাংলাদেশি ঘ. বাঙালি

৩৮. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত?

ক. বাংলা ভাষাভাষী

খ. প্রবাসী

গ. বাংলাদেশি

ঘ. বাঙালি

৩৯. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?

ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর

গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর

৪০. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে—

i. সমান মর্যাদা

ii. সমান অধিকার

iii. বৈষম্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৩১.ক ৩২.ঘ ৩৩.ক ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন

অষ্টম শ্রেণি – ইংরেজি ২য় পত্র | Change sentences (15-16)