নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | বই পড়া : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

বই পড়া

২১. মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝেমধ্যেই কী লাগাতে হয়?

ক. কড়ি খ. অর্থ

গ. বই ঘ. বুদ্ধি

২২. প্রমথ চৌধুরী কাউকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দেননি, কারণ—

i. আমরা জাতি হিসেবে শৌখিন নই

ii. এখন ঠিক শখ করার সময় নয়

iii. শখ হিসেবে বই পড়া সাহিত্যচর্চা নয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. শিক্ষা কী দূর করবে বলে আমাদের বিশ্বাস?

ক. ব্যথা ও বেদনা

খ. গায়ের জ্বালা ও চোখের জল

গ. বেকারত্ব ও দারিদ্র্য

ঘ. অভাব ও দৈন্য

২৪. ‘যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী’—এ কথার অর্থ কী?

ক. ধনার্জন জ্ঞানসাপেক্ষ

খ. জ্ঞানার্জন ধনসাপেক্ষ

গ. বিষয় দুটো পরিপূরক

ঘ. গরিবের ঘোড়া রোগ

২৫. লেখকের মতে, সাহিত্যচর্চা আসলে কী?

ক. মনের চিকিৎসা

খ. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ

গ. শিক্ষার অন্যতম অঙ্গ

ঘ. বিপ্লবী মানস অর্জন

২৬. কোনটির সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না?

ক. কর্মের খ. ধর্মের

গ. পরীক্ষার ঘ. শিক্ষার

২৭. ‘সাহিত্যের নগদ বাজারদর নেই’

—কারণ কী?

ক. তৎক্ষণাৎ অর্থের উপার্জন হয় না

খ. মুহূর্তের মধ্যে মূল্যায়িত হয় না

গ. নগদ মূল্য দিয়ে কিনতে চায় না

ঘ. কেউ সাদরে গ্রহণ করে না

২৮. ডেমোক্রেসি সাহিত্যের মর্মকথা বোঝে না কেন?

ক. বাজার মূল্য নেই বলে

খ. মানবিক মূল্যহীন বলে

গ. সামাজিক মূল্যের অভাব বলে

ঘ. জৈবিক মূল্য নগণ্য বলে

২৯. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’ এখানে স্বাস্থ্য বলতে কী বোঝানো হয়েছে?

ক. যা আপনা–আপনি আসে

খ. ছোঁয়াচে রোগের মতো

গ. যা অর্জন করতে হয়

ঘ. অনায়াস পাওয়া যায়

৩০. সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই কী?

ক. ভাগ্যবান খ. নিশ্চিত

গ. সন্দিহান ঘ. আগ্রহী

সঠিক উত্তর

বই পড়া: ২১.ক ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)