নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

১. উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে?

ক. ঢাকা খ. লাহোর

গ. করাচি ঘ. রাজশাহী

২. ১৯৪৭ সালের দিকে পাকিস্তানে চরম সংকট দেখা দেয় কেন?

ক. ভ্রান্তনীতির কারণে

খ. ব্রিটিশ শাসনের চাপে

গ. ভারত সরকারের চাপে

ঘ. অর্থনৈতিক চাপে

৩. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?

ক. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

খ. তমদ্দুন মজলিস

গ. পূর্ব বাংলা ভাষা কমিটি

ঘ. রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ

৪. কার উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. লিয়াকত আলী খান

গ. খাজা নাজিমুদ্দীন

ঘ. আইয়ুব খান

৫. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?

ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে

গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৫২ সালে

৬. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকায় কোন ভাষার পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল?

ক. উর্দু খ. বাংলা

গ. হিন্দি ঘ. ইংরেজি

৭. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?

ক. নূরুল হক ভূঞা খ. ড. কাজী মোতাহের হোসেন

গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. সি আর দত্ত

৮. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে উর্দুর কার্যক্রম শুরু হলে বাংলার কোন অঞ্চলের ছাত্রসমাজ ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে?

ক. দক্ষিণ খ. পূর্ব

গ. পশ্চিম ঘ. উত্তর

৯. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনোনীত হয়েছিলেন কে?

ক. ইস্কান্দার মির্জা

খ. ধীরেন্দ্রনাথ দত্ত

গ. মওলানা ভাসানী

ঘ. শামসুল আলম

১০. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়েছিল?

ক. ১২ জুন খ. ২৫ জুলাই

গ. ১১ মার্চ ঘ. ২১ ফেব্রুয়ারি

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১.গ ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা