সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ২ : প্রমিত ভাষায় কথা বলি

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রমিত ভাষায় কথা বলি

তোমার চারপাশের মানুষ যেসব শব্দ ভিন্নভাবে উচ্চারণ করে, সেগুলোর অন্তত ১০টি শব্দ অনুশীলনী ছক ‘শব্দ খুঁজি’ অনুযায়ী শনাক্ত করো।

নমুনা উত্তর:

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা