ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি

কোলাজছবি: কলেজের ওয়েবসাইট থেকে

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে, প্রভাতি শাখায় আবাসিক, দিবা শাখায় অনাবাসিক এবং ষষ্ঠ শ্রেণিতে বাংলা মাধ্যমে প্রভাতি শাখা সম্পূর্ণ আবাসিক (হাউসে থাকা বাধ্যতামূলক) ও দিবা শাখা অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে।

নির্দেশাবলি

  • প্রসপেক্টাস সংগ্রহ: ৩০ নভেম্বর ২০২৩–এর মধ্যে (সরকারি ছুটি ও শুক্রবার ব্যতীত) কলেজের অডিটোরিয়াম হতে নগদ মূল্যে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। অনলাইনে ভর্তি ফরম পূরণকল্পে প্রতিটি প্রসপেক্টাসের সঙ্গে একটি ইউনিক কোড/রেফারেন্স নম্বর দেওয়া থাকবে। ইউনিক কোড ব্যবহার করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে।

  • আবেদনপত্র পূরণ: ভর্তিচ্ছুক শিক্ষার্থী তার জন্মনিবন্ধনের বিপরীতে শুধু ১টি ভর্তি ফরম ক্রয় করতে পারবে। 

  • অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ৩০ নভেম্বর ২০২৩ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: drmc.edu.bd

  • ডিজিটাল লটারির সম্ভাব্য তারিখ, সময় ও লটারি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইটে ২২ নভেম্বর সকাল ১১টায় প্রকাশিত হবে।

  • প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির আসন সংখ্যায় উল্লিখিত সকল ছাত্র আবাসিক ‘বাধ্যতামূলক’ হিসেবে ভর্তি হবে। আবাসিক ‘বাধ্যতামূলক’ হিসেবে ভর্তিকৃত একজন ছাত্রকে তার এ কলেজের সম্পূর্ণ শিক্ষাজীবন আবাসিক হিসেবেই সমাপ্ত করতে হবে। উক্ত ছাত্র কোনভাবেই আবেদনের মাধ্যমে অনাবাসিক হতে পারবে না। উল্লেখ্য, এই কোটার শূন্য আসনগুলো আবাসিক ছাত্র দিয়েই পূরণ করা হবে।

  • আবাসিক ভর্তিকৃত ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রের লটারি নির্বাচন বাতিল হয়ে যাবে (বিস্তারিত প্রসপেকটাসে পাওয়া যাবে)।

  • প্রভাতি শাখার তৃতীয় শ্রেণির সকল ছাত্র আবাসিক তবে হাউস পরিচালনা ফি প্রদান সাপেক্ষে আবেদন করে সাময়িকভাবে বাসা থেকে শ্রেণিপাঠদানে অংশগ্রহণ করতে পারবে।

  • লটারিতে নির্বাচন ভর্তি নিশ্চিত করে না। লটারিতে নির্বাচিত ছাত্রদের ভর্তি ফরমে দেওয়া তথ্য ও উপস্থাপিত কাগজপত্র যাচাই সাপেক্ষে চূড়ান্ত ভর্তি করা হবে।

  • আবেদনের নিয়ম: কলেজের ওয়েবসাইট drmc.edu.bd-এর মাধ্যমে ‘ভর্তির আবেদন ফরম পূরণের নির্দেশিকা’ অনুসরণপূর্বক অনলাইনে আবেদন করতে হবে এবং ফরম পূরণের ফি মোবাইল ব্যাংকিং বিকাশ (bKash)-এর মার্চেন্ট একাউন্ট নম্বর 01858585112-এ প্রদান করতে হবে।