শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

পঞ্চম শ্রেণি - বাংলা | পাঠ্য বইসম্পৃক্ত অনুচ্ছেদ - নায়াগ্রা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

লেখা:
খন্দকার আতিক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৪: ০১

নায়াগ্রা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২ নম্বর প্রশ্নের উত্তর লেখো।

বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করেই এক বিশাল ফাটল। একটি নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। এটা তো প্রপাত, কারণ পানি পড়ছে। তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু এই পানি ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়? নায়াগ্রা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত।

২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. জলপ্রপাত কী? পৃথিবীর বৃহৎ জলপ্রপাত বলা হয় কোনটিকে?

উত্তর: জলপ্রপাত হলো পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়া। নায়াগ্রাকে বলা হয় পৃথিবীর বৃহৎ জলপ্রপাত।

খ. নায়াগ্রার জলপ্রপাত কোথায় যায়? কীভাবে?

উত্তর: নায়াগ্রা একেবারে ভিন্ন ধরনের জলপ্রপাত। সাধারণ জলপ্রপাত পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে গড়িয়ে পড়ে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদীর মতো প্রবাহিত হয়ে হঠাৎ এক বিশাল ফাটলের মধ্য দিয়ে ভিতরে চলে যায়। পানিটা ফাটলের মধ্যে পড়ে কোথায় যাচ্ছে তা কেউ জানে না।

গ. নায়াগ্রা জল কোথা থেকে প্রবাহিত হয়? এর বৈশিষ্ট্য কী?

উত্তর: নায়াগ্রা জলপ্রপাত সমতল থেকে প্রবাহিত হয়। বৈশিষ্ট্য হলো:

১. এটা কোন পাহাড় থেকে পড়ছে না।

২. এটা বৃহৎ ফাটলের মধ্যে পড়ছে।

৩. এটা একটা ভিন্ন রকমের জলপ্রপাত।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
  • পঞ্চম শ্রেণি
  • শিক্ষা
  • পঞ্চম শ্রেণি বাংলা
  • পড়াশোনা
মন্তব্য করুন