অধ্যায় ৮
২১. কঠিন ও তরল পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থ আলাদা করা যায় কোন পদ্ধতিতে?
ক. বাষ্পীভবন খ. ঘনীভবন
গ. পাতন ঘ. পরিস্রাবণ
২২. জৈব যৌগের উদাহরণ হলো—
i. অ্যাসিটোন
ii. ইথানয়িক এসিড
iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. নিচের কোনটি কলয়েড?
ক. পানি খ. চর্বি
গ. লবণ ঘ. দুধ
২৪. ডাল কী?
ক. সমস্বত্ব মিশ্রণ খ. অসমস্বত্ব মিশ্রণ
গ. দ্রবণ ঘ. মিশ্রণ
২৫. দ্রবণ মূলত কী?
ক. সমস্বত্ব মিশ্রণ
খ. অসমস্বত্ব মিশ্রণ
গ. একাধিক পদার্থের মিশ্রণ
ঘ. বণ্টিত মিশ্রণ
২৬. চিনির শরবতে চিনি আসলে কী?
ক. মিশ্রণ খ. দ্রব
গ. দ্রাবক ঘ. দ্রবণ
২৭. কোনটি দ্রবকে দ্রবীভূত করে?
ক. দ্রবণ খ. দ্রাবক
গ. দ্রব্য ঘ. দ্রাব্যতা
২৮. ২৫° সে. তাপমাত্রায় ১০০ গ্রাম পানি সর্বোচ্চ কত গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে?
ক. ২১১.৪ খ. ১১১.৫
গ. ৩৫০ ঘ. ২২৮.৫
২৯. সর্বজনীন দ্রাবক কোনটি?
ক. পানি খ. ইথানয়িক অ্যাসিড
গ. স্পিরিট ঘ. অ্যাসিটোন
৩০. চিনি ও পানির মিশ্রণ—
i. একটি দ্রবণ ii. অসমস্বত্ব
iii. সুষমভাবে বণ্টিত উপাদানের সংমিশ্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ক ৩০.খ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা