জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত কর্মচারীর সন্তানদের ২০২২-২৩ অর্থবছরে পোষ্য শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

শর্তাবলি:

  • কর্মচারীর পোষ্যদের মাধ্যমিকে ষষ্ঠ-দশম শ্রেণি/সমমান, উচ্চমাধ্যমিকে প্রথম ও দ্বিতীয় বর্ষ/সমমান, স্নাতক (পাস)/সমমান, স্নাতক (সম্মান)/সমমান, মাস্টার্স/স্নাতকোত্তর/সমমান, মেডিকেল, ইঞ্জিনিয়ার, কৃষি এবং সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।

  • পোষ্য শিক্ষাবৃত্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কর্মচারীর পোষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • স্বামী ও স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে পোষ্য যেকোনো একজন কর্মচারীর ক্ষেত্রে গণনা করা হবে।

  • বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পোষ্য শিক্ষাবৃত্তি অগ্রাধিকার নির্ধারণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নের প্রমাণাদি (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি সম্পর্কিত তথ্যাদি/কোড নম্বর উল্লেখপূর্বক প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক প্রত্যয়নপত্র, শ্রেণির ভর্তি ও বেতন প্রদানের রসিদ ও পূর্বের শ্রেণির ফলাফলের ফটোকপি প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

  • সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্মসনদ এবং মা–বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

  • একজন কর্মচারী পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুজন পোষ্যের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

  • নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও বিভাগীয় প্রধানের সুপারিশসহ যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার ঠিকানা: পরিচালক, অর্থ ও হিসাব দপ্তর, কল্যাণ শাখা, কক্ষ নম্বর ১২৪।

আবেদনের শেষ তারিখ: ১৯/০৩/২০২৩

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: nu.ac.bd

আরও পড়ুন