ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | বিভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্যতা

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

বিভাজ্যতা

৬ দ্বারা বিভাজ্য

কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য। যেমন ৩৬ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য এবং ৩ দ্বারাও বিভাজ্য। সুতরাং ৩৬ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।

৯ দ্বারা বিভাজ্য

কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে, প্রদত্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।

যেমন ৬৩ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। কারণ, ৬৩ এর অঙ্কগুলোর যোগফল ৬+৩ = ৯, যা ৯ দ্বারা বিভাজ্য।

১১ দ্বারা বিভাজ্য

তিন বা ততোধিক অঙ্কবিশিষ্ট সংখ্যার ডান থেকে বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল থেকে ডান থেকে জোড় স্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য ১১ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা ১১ দ্বারা বিভাজ্য হবে।

নিচের সারণি থেকে ১১ দ্বারা বিভাজ্য সংখ্যা বের করি।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন