অধ্যায় ৪

৩১. নদীর অধিক বিস্তৃত মোহনাকে কী বলে?

ক. খাঁড়ি খ. সঞ্চয়

গ. প্রস্রবণ ঘ. জলাশয়

৩২. কোনটি নদীর প্রাথমিক অবস্থা?

ক. ঊর্ধ্বগতি খ. মধ্যগতি

গ. নিম্নগতি ঘ. সমগতি

৩৩. ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ কোনটি?

ক. ক্ষয়সাধন খ. পলি সঞ্চয়

গ. নদীভাঙন ঘ. পলি পরিবহন

৩৪. নদীর জীবনচক্রের শেষ পর্যায় কোনটি?

ক. সমগতি খ. ঊর্ধ্বগতি

গ. মধ্যগতি ঘ. নিম্নগতি

৩৫. সেন্ট লরেন্স নদী কোন মহাদেশে অবস্থিত?

ক. উত্তর আমেরিকা

খ. দক্ষিণ আমেরিকা

গ. আফ্রিকা

ঘ. এশিয়া

আরও পড়ুন

নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

৩৬. নদী কয়ভাবে ভূমিরূপের সৃষ্টি করে?

ক. দুইভাবে খ. তিনভাবে

গ. চারভাবে ঘ. পাঁচভাবে

৩৭. নদীর ঊর্ধ্বগতি অবস্থায় ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা ইংরেজি কোন অক্ষরের মতো হয়?

ক. ‘C’ এর মতো খ. ‘D’ এর মতো

গ. ‘O’ এর মতো ঘ. ‘V’ এর মতো

৩৮. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক. উত্তর আমেরিকায়

খ. কানাডায়

গ. জাপানে

ঘ. বলিভিয়ায়

৩৯. নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর বিখ্যাত জলপ্রপাত?

ক. আমাজন খ. সেন্ট লরেন্স

গ. ভলগা ঘ. নীলনদ

৪০. দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই কোন সমভূমির অন্তর্গত?

ক. প্লাবন সমভূমি

খ. বদ্বীপ সমভূমি

গ. পলল পাখা

ঘ. পাদদেশীয় পলল সমভূমি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ক ৩২.ক ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.খ ৪০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন

নবম শ্রেণি - ভূগোল ও পরিবেশ |অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)