১। জুয়েল তার বাবার ট্যাবলেটে বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে খুঁজল—তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কি না, যেখানে সে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্যটি নিল, তা হয়ে গেল তার প্রয়োজনীয় তথ্যের উৎস। এটি কী ধরনের উৎস?
উত্তর: জড় উৎস।
২। মিতু তার মাকে জিজ্ঞেস করল, মা বাজারে কি আম পাওয়া যায়?
মা উত্তর দিলেন।
মা কী ধরনের উৎস ?
উত্তর: মানবীয় উৎস
৩। আরেকটু ভেবে কি বলা যায়, মা কোন ধরনের উৎস? (টিক চিহ্ন দাও)
√অভিজ্ঞ/ বিশেষজ্ঞ/ প্রত্যক্ষদর্শী/ ভুক্তভোগী
৪। মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করল, বিদ্যালয়ে একটি বাগান করবে। কিন্তু তারা জানে না, তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী কিংবা সেই গাছের যত্ন কীভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন। তাহলে বিদ্যালয়ের মালি কী ধরনের উৎস?
উত্তর: মানবীয় উৎস।
৫। আরেকটু ভেবে কি বলা যায়, মালি কী ধরনের উত্স? (টিক চিহ্ন দাও)
√অভিজ্ঞ/ বিশেষজ্ঞ/ প্রত্যক্ষদর্শী/ ভুক্তভোগী
৬। তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনাভাইরাস–বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনাভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল, পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে। পোস্টার কী ধরনের উৎস?
উত্তর: জড় উৎস
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা