দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৬১. কোথায় বিনা মূল্যে বই পাওয়া যায়?

ক. দোকানে খ. লাইব্রেরিতে

গ. ইন্টারনেটে ঘ. বাজারে

৬২. কোনটি নেটওয়ার্কের নেটওয়ার্ক?

ক. ইন্টারনেট খ. ইন্ট্রানেট

গ. ল্যান ঘ. আরপানেট

৬৩. ইন্টারনেটের সুবিধা পাওয়া যায় কোথায়?

ক. মোবাইল ফোনে খ. স্মার্টফোনে

গ. কি-বোর্ডে ঘ. মাউসে

৬৪. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে—

i. অফিসে বসেই ঘরের টিভি

ii. মোবাইল ফোনের মাধ্যমে মানুষের রোগ নির্ণয়

iii. রান্নাঘর থেকে স্যাটেলাইট পরিচালনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. শিক্ষার ব্যাপারে ইন্টারনেট যেভাবে ভূমিকা রাখতে পারে—

i. বিনা মূল্যে শিক্ষার্থীদের বই সরবরাহ করে

ii. সাহিত্যের ক্লাব খোলার মাধ্যমে

iii. ই-লার্নিং ব্যবস্থার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. জুম সফটওয়্যারের মাধ্যমে জনপ্রিয় হচ্ছে নিচের কোনটি?

ক. গেম খেলা খ. গান শোনা

গ. হিসাব-নিকাশ ঘ . লেখাপড়া

৬৭. ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহার করতে—

i. দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন

ii. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে

iii. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. ট্যাবলেট কী?

ক. ডেস্কটপ কম্পিউটারের চেয়ে বড়

খ. ল্যাপটপের চেয়ে বড়

গ . ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি

ঘ. স্মার্টফোনের চেয়ে ছোট

৬৯. ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশির ভাগ মানুষ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে?

ক. কম্পিউটার খ. স্মার্টফোন

গ. ল্যাপটপ ঘ. আইপ্যাড

৭০. একজন শিক্ষক আসলে কিসের মতো?

ক. আলোর মতো

খ. মোমের মতো

গ. আলোকশিখার মতো

ঘ. বাতির মতো

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.গ ৬২.ক ৬৩.খ ৬৪.ঘ ৬৫.ঘ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.গ ৬৯.খ ৭০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা