দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৯১. বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে কোনটি?

ক. ডেটা

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ কম্পিউটার

ঘ. প্রোগ্রামিং

৯২. আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে—

i. চাকরির ক্ষেত্র কমে যাচ্ছে

ii. কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগদান করা সম্ভব হচ্ছে

iii. নিজেই কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সহজ হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৩. কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?

ক. ইন্টারনেট খ. টেলিভিশন

গ. কি-বোর্ড ঘ. রেডিও

৯৪. কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে কী বলে?

ক. ফ্রিল্যান্সিং খ. প্রোগ্রামিং

গ. নেটওয়ার্কিং ঘ. আউটসোর্সিং

৯৫. কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়?

ক. ব্যাংকিং খ. ফ্রিল্যান্সিং

গ. প্রোগ্রামিং ঘ. ব্যবসায়-বাণিজ্য

৯৬. যাঁরা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাঁদের কী বলা হয়?

ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার

গ. আরপানেট ঘ. ফ্রিল্যান্সার

৯৭. ফ্রিল্যান্সিং কোনটি নির্ভর?

ক. ব্যক্তি খ. অনলাইন

গ. পেশা ঘ. বায়ার

৯৮. ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুবিধা—

i. ঘরে বসে কাজ করা যায়

ii. দক্ষতার ভিত্তিতেই আয়ের পরিমাণ

iii. মাধ্যমিক পাস করলেই কাজের আবেদন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৯. কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?

ক. ফ্রিল্যান্সিং

খ. কল সেন্টারে চাকরি

গ. শিক্ষা প্রদান

ঘ. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং

১০০. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দুই বা তিন বছরের মধ্যে কত গুণ হবে বলে মনে করা হচ্ছে?

ক. দ্বিগুণ খ. তিন গুণ

গ. পাঁচ গুণ ঘ. দশ গুণ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৯১.খ ৯২.গ ৯৩.ক ৯৪.ঘ ৯৫.খ ৯৬.ঘ ৯৭.খ ৯৮.ক ৯৯.ক ১০০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা