২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ডিজিটাল প্রযুক্তি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা–১

সমাধান জানাব সেমিনারে

কনটেন্ট হলো কোনো নির্দিষ্ট বিষয়বস্তু তথ্যসহ তুলে ধরার একটি মাধ্যম। এটি হতে পারে কোনো ধরনের টেক্সট কনটেন্ট, ভিডিও কনটেন্ট, ইমেজ কনটেন্ট, ডকুমেন্ট ফাইল ইত্যাদি।

কনটেন্ট বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর বিভিন্ন রকম তথ্যের সংকলন (সংযোগ বা একত্র করা), যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয়। বইয়ের গল্প, নাটক, সিনেমা, খবর, গান—এ সবগুলোই হচ্ছে কনটেন্ট।

যেমন শিহাব একটি মেঘের ছবি তুলে, সেখানে তার নাম, তারিখসহ বৃষ্টির পূর্বাভাস লিখে কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাত, তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শিহাবের তৈরি ‘বিষয়বস্তু বা কনটেন্ট’।

বাজারে একটি দোকানের পোস্টারে বিজ্ঞাপন লেখা—‘দুটি কলম কিনলে একটি কলম ফ্রি’। ওই পোস্টারের বিজ্ঞাপনটিকে একটি কনটেন্ট বলা যায়।

আরও পড়ুন

আমরা সারা দিন নানা রকম কনটেন্ট আমাদের চারপাশে দেখতে পাই। যেমন গান শুনতে পাই, টেলিভিশন দেখতে পাই, দোকানের মধ্যে অনেক রকম পোস্টার দেখতে পাই। যে কনটেন্টগুলো ইন্টারনেটের মাধ্যমে প্রচার ও আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়, সেগুলো হচ্ছে ডিজিটাল কনটেন্ট।

আমাদের পাশের বন্ধুর সঙ্গে গল্প করি—আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত কী কী কনটেন্ট দেখেছি তা পাশের বন্ধুর সঙ্গে গল্প করি। এর মধ্যে কোনটি ডিজিটাল কনটেন্ট আর কোনটি ডিজিটাল কনটেন্ট নয় সেটা খুঁজে বের করি।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন