নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ১১

১১. ‘গেঁয়ো’ শব্দটিতে কী অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

ক. যুক্ত খ. উপকরণ

গ. সংশ্লিষ্ট ঘ. অবজ্ঞা

১২. ‘নৈপুণ্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

ক. ডাক্তারি খ. নেয়ে

গ. বাহাদুরি ঘ. বাঘা

১৩. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?

ক. ঢাকা + ই খ. মিশ্​ + উক

গ. চোর + আ ঘ. সোনা + আলি

১৪. বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার?

ক. দুই প্রকার খ. চার প্রকার

গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার

১৫. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?

ক. স্ত্রী প্রত্যয় খ. কৃৎ প্রত্যয়

গ. বচন প্রত্যয় ঘ. তদ্ধিত প্রত্যয়

আরও পড়ুন

১৬. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. মোড় + অক খ. মুড় + অক

গ. মোড়া + অক ঘ. মুড়ি + অক

১৭. ‘শ্রমী’ শব্দটির প্রকৃতি–প্রত্যয় কোনটি?

ক. শ্রম + বিন খ. শ্রম + ইষ্ণু

গ. শ্রম + ঞ্চ ঘ. শ্রম + ইন্​

১৮. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি–প্রত্যয় কোনটি?

ক. √মু + ক্ত খ. √মুক + ত

গ. √মুহ + ক্ত ঘ. √মুচ্​ + ক্ত

১৯. ‘দাতা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. √দা + তৃচ খ. √দাতৃ + আ

গ. √দা + তা ঘ. √দাত + আ

২০. ‘ক্রেতা’ শব্দের সঠিক প্রকৃতি–প্রত্যয় কোনটি?

ক. √ক্রে + তৃচ্​ খ. √ক্রী + তৃচ্​

গ. √কৃৎ + তৃচ ঘ. √কৃ + তা

সঠিক উত্তর

পরিচ্ছদ ১১: ১১.গ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন