প্রাথমিক বিজ্ঞান - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

৭. প্রশ্ন: সংক্রামক রোগ কী?

উত্তর: যেসব রোগ আক্রান্ত রোগীর সংস্পর্শে এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় সেসব রোগকে সংক্রামক রোগ বলে।

৮. প্রশ্ন: ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে?

উত্তর: ডেঙ্গু প্রতিরোধে নিচের কাজগুলো করব।

ক. বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখব। 

খ. অস্বাস্থ্যকর খাবার পরিহার করব। 

গ. প্রয়োজনীয় টিকা গ্রহণ করব।

৯. প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?

উত্তর: এডিস মশার সাহায্যে ডেঙ্গু ছড়ায়।

১০. প্রশ্ন: ইনফ্লুয়েঞ্জা কী ধরনের রোগ?

উত্তর: ইনফ্লুয়েঞ্জা বায়ুবাহিত রোগ।

১১. প্রশ্ন: দুটি পানিবাহিত রোগের নাম বলো।

উত্তর: দুটি পানিবাহিত রোগের নাম হলো  ডায়রিয়া ও টাইফয়েড।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা