ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সততার পুরস্কার : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সততার পুরস্কার

১১. ‘সততার পুরস্কার’ গল্পে ইহুদি বংশের কয়জন লোকের কথা উল্লেখ করা হয়েছে?

ক. পাঁচজন খ. চারজন

গ. তিনজন ঘ. দুজন

১২. ফেরেশতা কোন ইহুদির কাছে প্রথম আসেন?

ক. খঞ্জের খ. ধবল রোগীর

গ. অন্ধের ঘ. টাকওয়ালার

১৩. ধবল রোগীকে সবাই কোন দৃষ্টিতে দেখত?

ক. স্নেহের খ. ঘৃণার

গ. সম্মানের ঘ. শ্রদ্ধার

১৪. স্বর্গীয় দূত ধবল রোগীকে কীভাবে ভালো করে তুললেন?

ক. গায়ে হাত বুলিয়ে

খ. গায়ে পানি দিয়ে

গ. গায়ে আগুন দিয়ে

ঘ. গলায় তাবিজ দিয়ে

১৫. সুস্থ হয়ে ধবল রোগী স্বর্গীয় দূতের কাছে কী চাইলেন?

ক. গরু খ. ছাগল

গ. মহিষ ঘ. গাভি

১৬. স্বর্গীয় দূত ধবল রোগীকে কেমন উট দিয়েছিলেন?

ক. গাভিন উট খ. বয়স্ক উট

গ. বাচ্চা উট ঘ. বন্ধ্যা উট

১৭. টাকওয়ালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটা?

ক. খেজুরের বাগান

খ. মাথাভর্তি চুল

গ. উর্বর জমি

ঘ. প্রচুর টাকা

১৮. স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কী বললেন?

ক. তোমার চোখ কীভাবে নষ্ট হলো

খ. তুমি কী সবচেয়ে বেশি ভালোবাসো

গ. তুমি কি চোখে দেখতে পাও না

ঘ. তোমার চোখ এখন কেমন

১৯. ছাগল, গাভি ও উটে কী বোঝাই হয়ে গেল?

ক. গ্রাম খ. দেশ

গ. মাঠ ঘ. ঘাট

২০. পুনরায় এসে ফেরেশতা নিজেকে কী বলে পরিচয় দিলেন?

ক. মুসাফির খ. বিদেশি

গ. ফকির ঘ. শিক্ষক

সঠিক উত্তর

সততার পুরস্কার: ১১.গ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)