বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা-১

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের ‘আকাশ কত বড়’ পাঠ থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: এককথায় উত্তর দাও।

১. আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কী?

২. মহাবিশ্ব সৃষ্টির জন্য কোনটি দায়ী?

৩. কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রের ভেতর প্রচুর শক্তি জন্ম নেয়?

৪. ধ্রুবতারা পৃথিবীর কোনদিকে অবস্থিত?

৫. হাইড্রোজেন একত্র হয়ে গ্যাসপিণ্ডের আকার ধারণ করলে, তাকে কী বলে?

৬. আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের অবশেষকে কী বলে?

আরও পড়ুন

৭. বিগ ব্যাংয়ের পর প্রথমে বিশ্বব্রহ্মাণ্ডে কী ছিল?

৮. কোন বিস্ফোরণের ফলে পুরো বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায়?

৯. কালপুরুষের আকৃতি কী রূপ কল্পনা করা হয়?

১০. কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল?

উত্তর:

১. অ্যান্ড্রোমিডা ২. বিগ ব্যাং ৩. নিউক্লিয়ার ফিউশন ৪. উত্তর দিকে ৫. নেবুলা ৬. হোয়াইট ডোয়ার্ফ ৭. শক্তি ৮. সুপার নোভা বিস্ফোরণ ৯. তরবারি হাতে একজন যোদ্ধা ১০. পাঁচ বিলিয়ন (পাঁচ শ কোটি) বছর।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন