সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | লখার একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনালখার একুশে

লখার একুশে

১১. কী দেখলে লখার বুক কেঁপে ওঠে ভয়ে?

ক. ছায়া খ. শিয়াল

গ. অন্ধকার ঘ. মূর্তি

১২. লখা ভোররাতে কার পাশ হতে উঠে পড়ল?

ক. বোনের খ. ভাইয়ের

গ. মায়ের ঘ. বাবার

১৩. লখার মা কেমন করে ঘুমাচ্ছিলেন?

ক. চোখ খোলা রেখে

খ. চোখ বন্ধ করে

গ. চিৎ হয়ে

ঘ. মুখ হা করে

১৪. কার গায়ে জ্বর উঠে বুকে কাশি বসে যায়?

ক. মিছিলের জনতার

খ. লখার বাবার

গ. লখার মায়ের ঘ. লখার

১৫. রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় কী?

ক. লখার বালিশ খ. লখার শরীর

গ. লখার কাপড় ঘ. লখার বিছানা

১৬. লখা কোথায় ঘুমায়?

ক. রেললাইনে খ. খাদে

গ. ফুটপাতে ঘ. বস্তিতে

১৭. প্যান্ট আধাখসা অবস্থায় লখা কী করল?

ক. গাছে উঠছিল খ. পড়ে গিয়েছিল

গ. হাঁটতে লাগল ঘ. দৌড়াতে লাগল

১৮. লখার বিছানা কেমন?

ক. শানের খ. কঠিন শানের

গ. কাঠের ঘ. পাথরের

১৯. লখার দিন কাটে কী কাজ করে?

ক. কাগজ পুড়িয়ে

খ. কাগজ কুড়িয়ে

গ. খেলাধুলা করে

ঘ. পড়াশোনা করে

২০. রাতে লখা মায়ের পাশে শুয়ে কিসের কষ্ট ভুলে যায়?

ক. পিপাসার খ. ক্ষুধার

গ. গরমের ঘ. শীতের

সঠিক উত্তর

লখার একুশে: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)