বাংলা ১ম পত্র - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

পল্লিজননী

২১. ‘কোচ’ কাকে বলে?

ক. ছোট্ট কাপড়ের থলে

খ. কোমরে লুঙ্গির ভাঁজ

গ. ছোট্ট বেতের ডালা

ঘ. পিতলের ঘটি

২২. ‘পল্লিজননী’ কবিতায় কার ঘুম আসে না?

ক. অসুস্থ ছেলেটির খ. পল্লিজননীর

গ. রহিম চাচার ঘ. কবির

২৩. ‘পল্লিজননী’ দরগায় মানত করে কেন?

ক. সংসারের উন্নতির জন্য

খ. ছেলের সুস্থতার জন্য

গ. স্বামীর সুমতির জন্য

ঘ. নিজের রোগমুক্তির জন্য

২৪. ‘পচান’ শব্দের অর্থ কোনটি?

ক. পুরোনো আসবাব

খ. পচে গেছে এমন

গ. বাতিল পোশাক

ঘ. ভেঙে গেছে এমন

২৫. ‘কানাকুয়ো’ কখন ডাকে?

ক. রাতের বেলায় খ. সন্ধ্যা বেলায়

গ. ভোর বেলায় ঘ. দুপুর বেলায়

২৬. কুয়াশা কাফন পরে কারা চলে?

ক. জোনাকি মেয়েরা খ. ডাহুকেরা

গ. মানুষেরা ঘ. হুতুম প্যাঁচারা

২৭. ‘সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো’—বাক্যে মায়ের কী প্রকাশ পেয়েছে?

ক. অভিমান খ. দুঃখ

গ. শঙ্কা ঘ. রাগ

২৮. ‘পল্লিজননী’ কবিতায় ঝামুর ঝুমুর বাজে কী?

ক. হুতুম পেঁচা খ. পেঁচা

গ. বেতুল ঘ. বেথুল

২৯. ‘মোসলমানের আড়ং দেখিতে নাই’—‘পল্লিজননী’ কবিতার মায়ের এ কথা বলার কারণ কী?

ক. কুসংস্কার

খ. দারিদ্র্য

গ. অমঙ্গলের ভয়

ঘ. ধর্মীয় অনুশাসন

৩০. ‘পল্লিজননী’ কবিতায় ‘অকল্যাণ এ সুর’ বলা হয়েছে কার ডাককে?

ক. কানাকুয়োর খ. হুতুমের

গ. ডাহুকের ঘ. বাদুড়ের

সঠিক উত্তর

পল্লিজননী: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ঘ ২৯.খ ৩০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা