প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (৬)

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর

বহুনির্বাচনি প্রশ্ন

১. ইস্টার সানডে ও বড়দিন উৎসব কারা পালন করে থাকে?

ক. চাকমারা খ. হিন্দুরা

গ. বৌদ্ধরা ঘ. খ্রিষ্টানরা

২. রাজবংশীদের বসবাস কোন জেলায়?

ক. রাজশাহীতে খ. পাবনায়

গ. জামালপুরে ঘ. কুমিল্লায়

৩. সাংগ্রাই ও বিজু কাদের উৎসব?

ক. চাকমা ও গারো

খ. রাখাইন ও চাকমা

গ. গারো ও রাখাইন

ঘ. মুরং ও গারো

৪. বাংলাদেশের মানুষের জনজীবন কেমন?

ক. খুব সাধারণ

খ. ভারি বৈচিত্র্যময়

গ. সাধারণ

ঘ. কঠিন

৫. ‘ঝিঙে ফুল’ কার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ?

ক. জীবনানন্দ দাশ

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. কায়কোবাদ

৬. একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় কোন প্রাণীটি?

ক. ওলবাঘ খ. ক্যাঙারু

গ. গন্ডার ঘ. বনরুই

৭. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. কুমিল্লায় খ. নড়াইলে

গ. পাবনায় ঘ. ফরিদপুরে

৮. মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা কোন বন্দর দখল করে নেয়?

ক. চট্টগ্রাম বন্দর খ. পায়রা বন্দর

গ. মোংলা বন্দর ঘ. ভৈরব বন্দর

৯. মাটির তৈরি শিল্পকর্মের প্রধান উপকরণ কোনটি?

ক. পরিষ্কার মাটি

খ. পরিষ্কার দোঁ–আশ মাটি

গ. পরিষ্কার এঁটেল মাটি

ঘ. বেলে মাটি

১০. আনন্দপুরে মেলা কখন বসে?

ক. ১৬ ডিসেম্বর

খ. পহেলা বৈশাখ

গ. একুশে ফেব্রুয়ারি

ঘ. পহেলা ফাল্গুন

১১. আমাদের দেশের প্রাচীন শিল্প কোনটি?

ক. চারুশিল্প খ. দারুশিল্প

গ. কারুশিল্প ঘ. মৃৎশিল্প

সঠিক উত্তর

১.ঘ ২.গ ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.খ ৮.গ ৯.গ ১০.খ ১১.ঘ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা