এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রে বেশি নম্বর পেতে হলে
প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছ, বাংলা, ইংরেজি ও আইসিটির পর এ বিভাগ থেকে প্রথমেই পদার্থবিজ্ঞান পরীক্ষা। তাই এর প্রস্তুতি নিতে হবে সঠিকভাবে, যেন ভালো নম্বর পেতে পারো।
পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যথাযথ প্রস্তুতি ও কৌশল প্রয়োজন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রস্তুতির জন্য কিছু নিয়ম দেওয়া হলো।
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়
বিগত সালগুলো দেখলেই অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যাবে। বইয়ের যেসব বিষয় থেকে সব সময় প্রশ্ন আসে, সেগুলোই গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত। তাই টেস্ট পেপার, যেখানে বিগত সালের প্রশ্ন থাকে, সেটার সঙ্গে বই মিলিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সহজেই বের করে ফেলতে পারবে। বই থেকে এসব বিষয় বারবার পড়তে হবে, মৌলিক ধারণা পরিষ্কার করার জন্য।
সংজ্ঞা পড় ভালো করে
তুমি যে বইটি অনুসরণ কর, সেই বইয়ের পেছনেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া থাকে। এ ছাড়া বইয়ের ভেতর থেকে কোনো বিষয় যখন পড়বে, সেই সঙ্গে সংজ্ঞাটিও পড়ে ফেলবে। কারণ, প্রতিটি অধ্যায়ের সব সংজ্ঞাই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি সংজ্ঞায় নম্বর থাকে ১। ‘এ প্লাস’ পাওয়ার ক্ষেত্রে এই ১ নম্বর কখনো কখনো অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়।
অনুধাবনমূলক অংশ
এ ক্ষেত্রে বইয়ের চিত্র ও ব্যাখ্যাগুলো ভালো করে পড়তে হবে। এ ছাড়া প্রতিটি বিষয়, বিভিন্ন ঘটনার কারণ ও ব্যাখ্যাগুলো ভালোভাবে বুঝতে হবে।
গুরুত্বপূর্ণ সূত্রগুলো
প্রতিটি অধ্যায়ের সূত্র জানা খুবই জরুরি। গাণিতিক সমস্যা সমাধানের বিকল্প নেই। আশা করি, তাই সূত্রগুলো নোট করে পড়ার টেবিলের সামনে লাগিয়ে রেখেছ। প্রতিদিন একবার করে হলেও সূত্রগুলো চোখের সামনে পড়ে। এভাবেই ধীরে ধীরে তা আয়ত্তে চলে আসবে।
গাণিতিক সমস্যা সমাধান
পদার্থবিজ্ঞানের একটি বড় অংশজুড়েই রয়েছে গাণিতিক সমস্যা সমাধান। সৃজনশীলের প্রতিটি প্রশ্নের গ ও ঘ নম্বরে গাণিতিক সমস্যা থাকবে, যেখানে মোট ৭ নম্বর থাকে। অনুশীলনই একমাত্র গাণিতিক সমস্যা সমাধানের সহজ উপায়। যত বেশি অনুশীলন করতে পারবে, তত বেশি দক্ষতা অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন সমাধানের চেষ্টা ও চর্চা করলে গাণিতিক সমস্যাগুলো ধরতে পারবে। সমাধান করাটাও অনেকটাই সহজ মনে হবে।
বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ
বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায়, ঠিক তেমনি প্রশ্ন কমন পড়ার সুযোগ বেড়ে যায়। তাই বোর্ড ভেদে গুরুত্ব বুঝে সাজেশন তৈরি করে বারবার পড়তে হবে।
প্রশ্নের মান বিভাজন ও সময় ব্যবস্থাপনা
প্রশ্নের মান বিভাজনের ওপর লক্ষ্য রেখে সময় নির্ধারণে মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি সৃজনশীল প্রশ্ন উত্তরের ক্ষেত্রে ২৫ মিনিটের মতো হাতে রাখতে হবে। প্রতিটি এমসিকিউয়ের জন্য এক মিনিট করে বরাদ্দ রাখতে হবে। বাকি সময় প্রশ্নপত্র ভালো করে পড়া ও উত্তর রিভিশনের জন্য হাতে রাখতে হবে। এভাবে অনুশীলন করলে দক্ষতা অর্জনের মাধ্যমে পরীক্ষা হলে সময়ের মধ্যে লেখা শেষ ও রিভিশন করা সম্ভব হবে।
অধ্যায়ভিত্তিক প্রস্তুতি আলোচনা
১. ভেক্টর: ভেক্টর তুলনামূলক একটি বড় অধ্যায়। তাই এটিকে গুরুত্বের সঙ্গে কয়েক ভাগে ভাগ করে প্রস্তুতি নিতে হবে। প্রথম ভাগে ভেক্টর বিভাজন-সামান্তরিক সূত্র, নদী ও নৌকার সমস্যা ও বৃষ্টির বেগ নির্ণয় রয়েছে। দ্বিতীয় ভাগে ভেক্টরের বীজগণিত, তৃতীয় ভাগে রয়েছে ভেক্টর ক্যালকুলাস। এভাবে ভাগ ভাগ করে প্রতিটি ভাগের সংজ্ঞা, অনুধাবন ও গাণিতিক সমস্যা অনুশীলন করতে হবে।
২. নিউটনীয় বলবিদ্যা: এ অধ্যায় থেকে সংঘর্ষ, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, টর্ক নির্ণয়, কেন্দ্রমুখী বল ও ব্যাংকিং থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে অনুশীলন করতে হবে।
৩. কাজ, ক্ষমতা ও শক্তি: এ অধ্যায় থেকে কর্মদক্ষতা, কুয়া ও পাম্পের গাণিতিক সমস্যা, হেলানো তল ও শক্তির নিত্যতা সূত্র অতি গুরুত্বের সঙ্গে পড়তে হবে।
৪. মহাকর্ষ ও অভিকর্ষ: এ অধ্যায় থেকে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, মহাকর্ষ সূত্র, মুক্তি বেগ ও কৃত্রিম উপগ্রহসংক্রান্ত গাণিতিক সমস্যা গুরুত্ব দিয়ে পড়তে হবে।
৫. পদার্থের গাঠনিক ধর্ম: স্থিতিস্থাপক গুণাংক ও পয়সনের অনুপাতসংক্রান্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়।
৬. পর্যায় বৃত্ত গতি: বিভিন্ন উচ্চতায় সরল দোলক গতি ও পর্যায়কাল, স্প্রিং ও সরল নন্দিত গতি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
৭. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব: আদর্শ গ্যাস সমীকরণ অধ্যায়টি ভালো করে পড়বে। এ অধ্যায়টি পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ।
লেখক: শাহরীন খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা