ফেব্রুয়ারির গান
নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো।
গ্ধ, স্ব, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম
উত্তরঃ
যুক্তবর্ণ - শব্দ - বাক্যে প্রয়োগ
গ্ধ—----মুগ্ধ—----লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
স্ব—----স্বর্ণ—----মেঠোপথের দুপাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
ধ্ব—----ধ্বনি—----মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখর করে তুলেছে।
ষ্ম—----গ্রীষ্ম—----গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে।
ন্দ—----ছন্দ—----ফুলের সাথে ছন্দ-সুরে প্রজাপতিও নাচে।
ক্ত—----রক্ত—----ভাষাশহিদরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রেখেছেন।
স্ম—----স্মরণীয়—----একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন।
প্রশ্ন: কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন?
উত্তর: বাংলা ভাষার প্রতি গভীর মমতা আর ভাষাশহিদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধায় ভরা একটি অনবদ্য কবিতা ‘ফেব্রুয়ারির গান’। এই কবিতায় কবি লুৎফর রহমান রিটন প্রকৃতির বিভিন্ন উপাদানের ছন্দ-সুরের সঙ্গে বাংলা ভাষার মাধুর্যের চমৎকার চিত্রকল্পের বর্ণনা দিয়েছেন। প্রকৃতির নানা উপাদানে রয়েছে নানা রকম সুর। কবি এই কবিতায় ফুল, পাখি, প্রজাপতি, ঝরনা, পাহাড়, তরুলতার পাশাপাশি সাগর-নদীর ঊর্মিমালার মনভোলানো সুরের কথা বলেছেন।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা