সন্ধি
১. সন্ধি কী?
ক. পদের মিলন খ. শব্দের মিলন
গ. বর্ণের মিলন ঘ. বাক্যের মিলন
২. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দ মাধুর্য সম্পাদন
৩. সন্ধির প্রধান সুবিধা কী?
ক. পড়ার সুবিধা
খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা
ঘ. শোনার সুবিধা
৪. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?
ক. সমাসের খ. প্রত্যয়ের
গ. সন্ধির ঘ. বচনের
৫. তৎসম সন্ধি কয় প্রকার?
ক. তিন খ. দুই
গ. চার ঘ. পাঁচ
৬. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক. তৎসম সন্ধি খ. বাংলা সন্ধি
গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
৭. স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি খ. বিসর্গ সন্ধি
গ. অনুস্বার ঘ. স্বরসন্ধি
৮. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. কাঁচা + কলা = কাঁচাকলা
খ. নাতি + বৌ = নাতবৌ
গ. বদ্ + জাত = বজ্জাত
ঘ. রুপা + আলি = রুপালি
৯. ‘বিদ্যালয়’ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয়
খ. বিদ্যা + অলয়
গ. বিদ + আলয়
ঘ. বিদ্যা + আলয়
১০. ‘মহেন্দ্র’-এর সন্ধি কোনটি?
ক. মহে + ইন্দ্র খ. মহা + ইন্দ্র
গ. মাহা + ঈন্দ্র ঘ. মহ + ইন্দ্র
সঠিক উত্তর
সন্ধি: ১.গ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা