মডেল টেস্ট-৩ | প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২

শেষ মুহুর্তের প্রস্তুতি নিতে নিচের পিডিএফ আকারে দেওয়া মডেল টেস্টের প্রশ্নপত্র ডাউনলোড করে নিজে নিজে পরীক্ষা দাও। আর মডেল টেস্ট ৩ এর উত্তর পেতে চোখ রাখো আগামীকালের প্রথম আলো পত্রিকার পড়াশোনা পাতায়

মডেল টেস্ট ৩ - প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - Booklet A4 [2x1].pdf
মডেল টেস্ট ৩ - প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - A4 [1x1].pdf
আরও পড়ুন
আরও পড়ুন

প্রিয় শিক্ষার্থী, বৃত্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। বিস্তারিত মানবন্টনঃ

বাংলা (২৫ নম্বর)

বাংলা বিষয়ে দুটি অনুচ্ছেদ থেকে ৪টি করে মোট ৮টি, এবং পুরো পাঠ্যবই থেকে আরো ৭টি; মোট ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, প্রত্যেকটিতে থাকবে ১ নম্বর। একটি রচনামূলক প্রশ্ন থাকবে, যার নম্বর ১০।

ইংরেজি (২৫ নম্বর)

ইংরেজি বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, প্রত্যেকটিতে থাকবে ১ নম্বর। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে, যার নম্বর ১০।

গণিত (২৫ নম্বর)

গণিত বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, প্রত্যেকটিতে থাকবে ১ নম্বর। প্রতিটি ৫ নম্বর করে দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে।

বিজ্ঞান (২৫ নম্বর)

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, প্রত্যেকটিতে থাকবে ১ নম্বর। প্রতিটি ৫ নম্বর করে দুটি রচনামূলক প্রশ্ন থাকবে।