বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১. প্রশ্ন: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো:

ক. অটিস্টিক শিশু আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে।

খ. কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সঙ্গে রাখে।

গ. অটিস্টিক শিশু সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়।

২. প্রশ্ন: শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।

উত্তর: শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ হলো:

ক. অনেক শিশু খেতখামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুশ্রম বেআইনি।

খ. অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।

গ. শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকারবিরোধী কাজ।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা