সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালে ভর্তির তথ্য

ঢাকা মহানগরীসহ সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না

∎ ভর্তির আবেদন শুধু অনলাইনে পাওয়া যাবে: https://gsa.teletalk.com.bd

∎ অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১৬/১১/২০২২ বেলা ১১টা থেকে শুরু হয়ে ০৬/১২/২০২২ বিকেল ৫টা পর্যন্ত চলবে।

∎ ২০২৩ ভর্তির আবেদন ফি ১১০ টাকা। যা শুধু টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে SMS–এর মাধ্যমে প্রদান করা যাবে।

∎ ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এ ছাড়া সারা দেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষক ও প্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।

জেনে রাখুন

∎ ২০২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে।

∎শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। অনলাইন লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮/১২/২০২২ তারিখের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

∎ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬‍+ বছর নির্ধারণ করা হয়েছে।

∎ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আগামী ১০/১২/২০২২ তারিখ অনলাইন লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

∎ ভর্তির বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন www.dshe.gov.bd অথবা নিচের ফাইলটি দেখুন

সরকারী বিদ্যালয়.pdf
আরও পড়ুন