পাবলিক হেলথ সন্ধ্যাকালীন প্রোগ্রামে ভর্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
আবেদনের শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে মাস্টার অব পাবলিক হেলথ সন্ধ্যাকালীন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধান প্রধান বিষয়
ইপিডিমায়োলজি, এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হেলথ, হেলথ সার্ভিসেস ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ নিউট্রিশন, রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন।
আবেদনের যোগ্যতা
তিন বা চার বছরের বা সমমানের ডিগ্রি পাস। পাবলিক হেলথ বা এমবিবিএস, বিডিএস, নার্সিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল সায়েন্স, হেলথ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সাইকোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে তিন বা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
এসএসসি, এইচএসসি বা স্নাতক—সব পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ–৩ অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
জেনে রাখুন
এক বছর পাঁচ মাস মেয়াদি প্রফেশনাল এই ডিগ্রিতে মোট ৫২ ক্রেডিট পড়তে হবে।
ক্লাস হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার।
আবেদনের শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২৪
ভর্তি পরীক্ষার তারিখ: ১৯ জানুয়ারি ২০২৪
অনলাইনে ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে এই লিংকে juniv.edu