যুক্তফ্রন্ট ও পাকিস্তান - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১ 

৫৯. যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম খ. শেরে বাংলা এ কে ফজলুল হক 

গ. তাজউদ্দীন আহমদ ঘ. শহীদ সোহরাওয়ার্দী

৬০. কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?

ক. ইয়াহিয়া খান খ. ইস্কান্দার মির্জা  

গ. আইয়ুব খান ঘ. গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

৬১. কত সালে যুক্তফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে? 

ক. ১৯৫৪ সালের ২ মার্চ খ. ১৯৫৪ সালের ৪ মার্চ

গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল ঘ. ১৯৫৪ সালের ১ মে 

৬২. যুক্তফ্রন্টের ২১ দফার অন্তর্ভুক্ত ছিল—

  i. অবাধ নির্বাচন

  ii. বেতন বৈষম্য হ্রাস

  iii. সেচব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. ১৯৭০ সালের নির্বাচনে কোনটির গণরায়ের প্রতিফলন দেখা যায়?

ক. ভাষা আন্দোলনের খ. যুক্তফ্রন্টের 

গ. ছয়দফার ঘ. ’৬৯-এর গণ–অভ্যুত্থানের 

৬৪. কে পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করেন?

ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান 

গ. ইস্কান্দার মির্জা ঘ. মোনায়েম খান 

৬৫. ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক  পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসনে  জয় লাভ করে?

ক. ১১৯টি খ. ১৬৭টি  

গ. ২২৩টি  ঘ. ২৩৭টি

৬৬. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত  তারিখে?

ক. ৭ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর 

গ. ১৬ ডিসেম্বর ঘ. ১৭ ডিসেম্বর

৬৭.  ঐতিহাসিক আগরতলা মামলার বিচার শুরু হয় কোথায়?

ক. আগরতলায় খ. ঢাকায় 

গ. করাচিতে ঘ. লাহোরে 

৬৮. আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ কত দফা কর্মসূচি ঘোষণা করে?

ক. ৬ দফা খ. ১১ দফা 

গ. ১৫ দফা ঘ. ২১ দফা

৬৯. ‘মৌলিক গণতন্ত্রে’ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভোটার ছিল কত?

ক. ৪০ হাজার খ. ৮০ হাজার 

গ. ২২ লাখ ঘ. ৬৪ লাখ 

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫৯. খ ৬০. ঘ ৬১. গ ৬২. ঘ ৬৩. গ ৬৪. গ ৬৫. গ ৬৬. ঘ ৬৭. খ ৬৮. গ ৬৯. খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা