একাদশ শ্রেণিতে যারা এখনো ভর্তি হতে পারেনি, তাদের শেষ সুযোগ ৫ নভেম্বর পর্যন্ত—যশোর বোর্ড

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি, তাদের জন্য সর্বশেষ সুযোগ দিচ্ছে যশোর শিক্ষা বোর্ড। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের উপকলেজ পরিদর্শক মদন মোহন দাশ।

আজ বুধবার বোর্ডের পক্ষ থেকে বলা হয়, অনিবার্য কারণবশত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের আওতাভুক্ত কলেজ/উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি, কেবল তারা সংশ্লিষ্ট কলেজে অনুমোদিত আসন শূন্য থাকা এবং নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের ওয়েবসাইটে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। 

যশোর বোর্ডে চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এটি সর্বশেষ সুযোগ। কোনো শিক্ষার্থী এর পরও ভর্তি হতে ব্যর্থ হলে সে এই শিক্ষাবর্ষে আর ভর্তি হতে পারবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

  • ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ: ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৩

  • নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩

  • কলেজে ভর্তি গ্রহণ ও কলেজ কর্তৃক বিষয় রেজিস্ট্রেশন: ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৩

আবেদন ও ভর্তির নিয়মাবলি

  • যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোনো কলেজে ভর্তি হতে পারেনি, শুধু সেসব শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

  • যশোর বোর্ডের ওয়েবসাইটের বাঁ দিকে ‘Our Services’ অংশের ‘XI (Eleven) Class Admission’ মেনু থেকে অনলাইনে ভর্তির জন্য পাঁচটি কলেজ অথবা উচ্চমাধ্যমিক বিদ্যালয় পছন্দক্রম অনুসারে নির্বাচন করে আবেদন করতে পারবে।

  • আবেদন দাখিলের পর তিন দিনের মধ্যে অটো-জেনারেটেড সোনালী সেবা রসিদে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ৫৮৫ টাকা (১৫০ টাকা আবেদন ফি, ৩৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি ও ১০০ টাকা ডাটা এন্ট্রি ফি) জমা দিতে হবে। সোনালী সেবার মাধ্যমে টাকা ব্যাংকে জমা হওয়ার পর আবেদন দাখিলের কাজ সম্পন্ন হবে। অন্যথায় দাখিলকৃত আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন
  • একজন শিক্ষার্থী যে কলেজগুলো নির্বাচন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার মনোনয়ন নির্ধারণ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে যে কলেজে শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হবে, সেই কলেজে শিক্ষার্থীকে ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। 

  • কলেজ মাইগ্রেশন বা আবেদন বাতিলের বা আবার আবেদনের কোনো সুযোগ থাকবে না। মনোনয়নপ্রাপ্ত কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করার কোনো সুযোগ থাকবে না। 

  • নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে না। ফলে কলেজ নির্বাচনের ক্ষেত্রে নিজ জিপিএ ও সংশ্লিষ্ট কলেজের শূন্য আসনসংখ্যা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে কলেজ পছন্দক্রম নির্বাচন করতে হবে।

  • কলেজগুলো মনোনীত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণ করে ‘INSTITUTE PANEL’ থেকে ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

  • সংশ্লিষ্ট সব ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৩’ অনুসরণ করতে হবে।

  • কোনো শিক্ষার্থীর অজ্ঞাতে কোনো প্রতিষ্ঠান তার পক্ষে আবেদন করতে পারবে না। এরূপ ঘটলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি অথবা পাঠদানের অনুমতি বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • এরপর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুন