সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | সবার আমি ছাত্র : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

সবার আমি ছাত্র

১. সবার আমি ছাত্র কবিতায় কে কবিকে উদার হাতে শিক্ষা দেয়?

ক. সাগর খ. খোলা মাঠ

গ. বাতাস ঘ. আকাশ

২. কবি সুনির্মল বসু কার কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন?

ক. সাগর খ. পাহাড়

গ. আকাশ ঘ. বায়ুর

৩. সাগর তার বুকে রত্নভান্ডার ধারণ করে নীরবে কী করে যায়?

ক. ত্যাগ স্বীকার খ. ঋণ স্বীকার

গ. মানবকল্যাণ ঘ. উপকার

৪. নিচের কোনটি গতিময়?

ক. ঝরনা খ. বায়ু

গ. সাগর ঘ. সূর্য

৫. কে সুনির্মল বসুকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়?

ক. দেশলাই খ. চাঁদ

গ. সূর্য ঘ. আগুন

৬. কবি সুনির্মল বসুকে সূর্য কিসের মন্ত্রণা দেয়?

ক. আপন বেগে চলতে

খ. বড় হতে

গ. আপন তেজে জ্বলতে

ঘ. কঠোর হতে

৭. সবার আমি ছাত্র কবিতায় মানব চরিত্রের কোন গুণের উল্লেখ আছে?

ক. ভীরুতা খ. শিষ্টাচার

গ. কোমলতা ঘ. উদার

৮. সবার আমি ছাত্র কবিতায় আপন বেগে চলতে কে শিক্ষা দেয়?

ক. চাঁদ খ. নদী

গ. বায়ু ঘ. সমুদ্র

৯. সুনির্মল বসুকে চাঁদ কী কথা শেখায়?

ক. সরস কথা বলতে

খ. খাঁটি কথা বলতে

গ. সত্য কথা বলতে

ঘ. মধুর কথা বলতে

১০. সবার আমি ছাত্র কবিতায় কবিকে কে ইঙ্গিত শিক্ষা দেয়?

ক. নদী খ. সাগর

গ. বাতাস ঘ. আকাশ

সঠিক উত্তর

সবার আমি ছাত্র: ১.ঘ ২.ঘ ৩.গ ৪.ক ৫.গ ৬.গ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.খ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা