পঞ্চম শ্রেণি - বাংলা | ফুটবল খেলোয়াড় - খালি ঘর পূরণ কর

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ফুটবল খেলোয়াড়

নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

বজ্র, পটি, মালিশের, ক্ষত, মহাকলরব

ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের—---রয়েছে।

খ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে—---বাঁধে সে।

গ. খেলায় জিতে দর্শকরা—---করে ফিরে যাচ্ছে।

ঘ. টেবিলের ওপর—---শিশিগুলো রাখা আছে।

ঙ.—---পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল।

উত্তর:

ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে।

খ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে।

গ. খেলায় জিতে দর্শকরা মহাকলরব করে ফিরে যাচ্ছে।

ঘ. টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে।

ঙ. বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা