অধ্যায় ৫

৩১. মানুষ এখন শুধু নিজ সমাজ ও সংস্কৃতির ভেতর সীমাবদ্ধ নয় কেন?

ক. নারী শিক্ষা প্রসারের জন্য

খ. তথ্যপ্রযুক্তির প্রসারের জন্য

গ. জনসংখ্যা বৃদ্ধির জন্য

ঘ. সাক্ষরতার হার বৃদ্ধির জন্য

৩২. কোনটি মানুষের মধ্যে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলে?

i. সুস্থ চলচ্চিত্র

ii. রুচিশীল চলচ্চিত্র

iii. শিক্ষামূলক চলচ্চিত্র

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii খ. i, ii ও iii

গ. ii ঘ. iii

৩৩. কোনটির মাধ্যমে আমরা দেশ ও দেশের বাইরে একে–অপরের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারি?

ক. সংবাদপত্রের মাধ্যমে

খ. টেলিভিশনের মাধ্যমে

গ. চলচ্চিত্রের মাধ্যমে

ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে

৩৪. একজন ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?

ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ

গ. খাদ্য ঘ. ধন-সম্পদ

৩৫. সামাজিকীকরণ বিষয়টি মানুষের জীবনব্যাপী কেমন ধরনের প্রক্রিয়া?

ক. মধ্যম খ. চলমান

গ. বয়সকেন্দ্রিক ঘ. দ্রুত

৩৬. শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রে মা-বাবা এবং পরিবারের পর কোনটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে?

ক. রাষ্ট্র খ. বিদ্যালয়

গ. সমাজ ঘ. পুঁথিগত শিক্ষা

৩৭. শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?

ক. বিদ্যালয়ের শিক্ষকদের আচরণ দেখে

খ. বিদ্যালয়ে সহপাঠীদের আচরণ দেখে

গ. চারপাশের মানুষের আচার-আচরণ দেখে

ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে

৩৮. নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?

ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ

খ. রাষ্ট্রে দৈনন্দিন কাজকর্ম

গ. গণমাধ্যমের ভূমিকা

ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ

৩৯. মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?

ক. পড়াশোনা খ. বিনোদন

গ. ঘটনা ঘ. আচরণ

৪০. নিচের কোনটি একধরনের যোগাযোগমাধ্যম বা প্রক্রিয়া?

ক. ভাষা

খ. অনুকরণ

গ. অঙ্গীভূতকরণ

ঘ. অভিভাবন

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.খ ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ. ৩৬.গ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ঘ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা