রাবির স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৃত্তি, জাবিতে ৯টি ভাষা কোর্সে ভর্তি

∎ রাবির আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি

জাবির আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১–২২ শিক্ষাবষে৴ ১ম বষ৴ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভতি৴ হয়ে অধ্যয়নরত রাজশাহী, ঢাকা, দিনাজপুর, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল শিক্ষা বোডে৴র অধীনে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বোড৴ বৃত্তির তথ্য ও ২০২০–২১ শিক্ষাবষে৴ ১ম বষ৴ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভতি৴ হয়ে অধ্যয়নরত যেসব ছাত্রছাত্রী বোড৴ বৃত্তির তথ৵ প্রেরণ করতে পারেননি, তাদের তথ্য প্রেরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিদে৴শনা অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ নিদি৴ষ্ট আবেদন ফরম পূরণ করে শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ১২৮ নম্বর কক্ষে ২৮–০২–২০২৩ তারিখের মধে৵ জমা দিতে হবে।

∎ আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি

∎ বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: ru.ac.bd

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯টি ভাষা কোর্সে ভর্তি

∎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাষা শিক্ষাকেন্দ্রে ৯টি ভাষা কোসে৴ ভতি৴র প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি

কোর্স সমূহ: কমিউনিকেশন স্কিল ইংলিশ, ইংলিশ প্রফেশনাল পারপাস, জাপানিজ, ফ্রেঞ্চ, জার্মান, চায়নিজ, স্প্যানিশ, কোরিয়ান ও সংস্কৃত।

যোগ্যতা: এইচএসসি পাস। অভ্যন্তরীণ ও বহিরাগত ছাত্রছাত্রীরাও ভতি৴ হতে পারবেন। 

ভর্তির শেষ তারিখ: ২৩–০২–২০২৩, সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট। ক্লাস শুরুর সম্ভাব্য মাস মার্চ। প্রতিটি কোর্সে সপ্তাহে দুটি ক্লাস হবে।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: juniv.edu

আরও পড়ুন