অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | রুপাই : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

রুপাই

১১. কোন মাসের তমালতরুর মতো রুপাইয়ের শরীর?

ক. শাওন খ. আশ্বিন

গ. ভাদ্র ঘ. মাঘ

১২. ‘রুপাই’ কবিতায় চাষির ছেলের বরণ কেমন?

ক. ডালিমের মতো খ. দুধের মতো

গ. কালো ঘ. আলতার মতো

১৩. রং পেলে কবি জসীমউদ্​দীন কী গড়তে পারেন?

ক. সোনার হার খ. মাথার তাজ

গ. রামধনুকের হার ঘ. হাতের বালা

১৪. কোন গানে রুপাইয়ের গলা সবার আগে থাকে?

ক. জারি খ. সারি

গ. ভাটিয়ালি ঘ. পল্লি

১৫. জসীমউদ্​দীন রচিত ‘কবর’ কবিতাটি কেন বিশেষভাবে প্রশংসিত হয়?

ক. পল্লির প্রসঙ্গ বলে

খ. ধর্মীয় অনুভূতির বলে

গ. শিক্ষণীয় বিষয় বলে

ঘ. কবির ছাত্রাবস্থায় প্রকাশ পায় বলে

১৬. ‘কালো মুখেই কালো ভ্রমর’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. কালো ভ্রমরের কথা

খ. কালো মুখের প্রসঙ্গ

গ. ভ্রমরের কালো মুখ পছন্দ

ঘ. পল্লির অপরূপ সৌন্দর্য ও সম্পর্ক

১৭. ‘তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া’—এ চরণ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. নতুন ঘাসের বর্ণনা

খ. দূর্বাঘাসের বর্ণনা

গ. রুপাইয়ের মায়াবি মুখের ছবি আঁকতে বলা হয়েছে

ঘ. রুপাইয়ের সঙ্গে ঘাসের তুলনা

১৮. জালি লাউয়ের ডগার সঙ্গে রুপাইয়ের হাতের তুলনা করে কবি কী বোঝাতে চেয়েছেন?

ক. লাউয়ের ডগার মতো চিকন হাত

খ. লাউয়ের ডগার মতো সবুজ হাত

গ. প্রকৃতির বর্ণনা

ঘ. প্রাণবন্ত, সতেজ ও কচি

১৯. ‘এক কালেতে ওরই নামে গাঁ হবে নামি’—‘রুপাই’ কবিতায় এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. ওকে সবাই সম্মান দেবে

খ. সবাই ওকে স্মরণ করবে

গ. ওর পরিচয়ে সবাই পরিচিত হবে

ঘ. সবাই ওকে পরিচয় করিয়ে দেবে

২০. ‘বেদের মেয়ে’ জসীমউদ্​দীনের কোন জাতীয় সাহিত্য?

ক. নাটক খ. উপন্যাস

গ. কাহিনিকাব্য ঘ. শিশুতোষ গ্রন্থ

সঠিক উত্তর

রুপাই: ১১.ক ১২.গ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)