ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | আসমানি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আসমানি

১. বুকের ক’খানা হাড় কিসের সাক্ষী দেয়?

ক. অনাহারের খ. অসুস্থতার

গ. কান্নার ঘ. উপহাসের

২. আসমানির মুখে হাসি নেই কেন?

ক. ছেঁড়া জামার কারণে

খ. দারিদ্রে৵র কারণে

গ. ঘর নড়বড়ে বলে

ঘ. অসুস্থ বলে

অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও:

মিষ্টি মেয়ে ময়না সুন্দর গায়ের বরণ। মন হরণ করা হাসি। ডাগর ডাগর চোখ। হঠাৎ করে বাবা মারা গেলে ছোট ভাই-বোনদের নিয়ে দিশেহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় সে হাসি আজ মলিন, চোখে কোনো ভাষা নেই।

৩. উদ্দীপকের ময়নার অবস্থার সাথে ‘আসমানি’ কবিতার কোন চরিত্রের অবস্থার সাদৃশ্য আছে?

ক. রহিমদ্দির খ. আসমানির

গ. মিনুর ঘ. বিশুর

৪. উদ্দীপকে আসমানি কবিতার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?

ক. প্রকৃতি খ. দারিদ্র্য

গ. দায়িত্ব ঘ. হতাশা

৫. কোথায় গেলে আসমানির দেখা পাওয়া যাবে?

ক. ফতেহপুর খ. রসুলপুর

গ. শরীয়তপুর ঘ. ফুলপুর

৬. রসুলপুরে কোনটি অবস্থিত?

ক. আসমানির নিজের বাড়ি

খ. আসমানির মামার বাড়ি

গ. আসমানির খালার বাড়ি

ঘ. আসমানির বন্ধুর বাড়ি

৭. আসমানিদের বাড়িটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

ক. মুরগির খোঁয়াড় খ. পাখির বাসা

গ. গোয়াল ঘর ঘ. বাঘের গুহা

৮. আসমানিদের বাড়িটি ভেন্না পাতায় ছাওয়া কেন?

ক. তারা শৌখিন বলে

খ. তারা কৃপণ বলে

গ. তারা প্রকৃতিপ্রেমী বলে

ঘ. তারা দরিদ্র বলে

৯. বৃষ্টি হলে আসমানিদের ক্ষেত্রে কোনটি ঘটে?

ক. টিনের চালে রিমঝিম শব্দ হয়

খ. ছাউনির ফাঁক গলে ঘরে পানি আসে

গ. ঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়

ঘ. কোনো সমস্যা হয় না

১০. কী দেখে আসমানির অনাহারে থাকার প্রমাণ মেলে?

ক. মাথার চুল খ. হাতের নখ

গ. বুকের হাড় ঘ. চোখের মণি

সঠিক উত্তর

আসমানি: ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.ক ৭.খ ৮.ঘ ৯.খ ১০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা