সপ্তম শ্রেণি - বাংলা ২য় পত্র | লখার একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

লখার একুশে

১. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়?

ক. ঘুমুতে গেলে

খ. মাকে কাছে পেলে

গ. খেলার সঙ্গী পেলে

ঘ. প্রভাতফেরির গান শুনলে

২. লখাকে চোখ-কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ কী?

ক. সে ভয় পেয়েছিল

খ. বাইরে অন্ধকার ছিল

গ. তাকে ফুল আনতে হবে

ঘ. মায়ের কাছে ফিরে যেতে হবে

৩. লখার গায়ের রং কেমন ছিল?

ক. শ্যামলা খ. ফরসা

গ. গাঢ় কালো ঘ. কালো

৪. লখার বুক কিসে ফুলে উঠল?

ক. কষ্টে খ. কাঁটার আঘাতে

গ. আনন্দে ঘ. গর্বে

৫. কে সবকিছু বুঝলেও ভাষায় প্রকাশ করতে পারত না?

ক. লখা খ. লখার মা

গ. সোনাই ঘ. লখার বন্ধু

৬. লখা জন্ম থেকেই কী ছিল?

ক. বোবা খ. পঙ্গু

গ. অন্ধ ঘ. কালা

৭. লখার একুশে গল্পটিতে ‘লক্ষ্মীসোনারা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?

ক. ভাষাশহিদদের

খ. থোকা থোকা ফুলগুলোকে

গ. লখার বন্ধুদের

ঘ. লখাকে

৮. শিশিরে ভিজে খুক খুক করে কে কাশছিল?

ক. লখা

খ. লখার বন্ধু

গ. প্রভাতফেরির লোকজন

ঘ. লখার মা

৯. লখা কিসের জন্য গাছের মগডালে উঠেছিল?

ক. ছালের জন্য খ. লাকড়ির জন্য

গ. ফুলের জন্য ঘ. ফলের জন্য

১০. লখা ফুল নিয়ে প্রভাতফেরির সঙ্গে কোথায় যাচ্ছিল?

ক. স্মৃতিসৌধে

খ. সোহরাওয়ার্দী উদ্যানে

গ. জাদুঘরে

ঘ. শহিদ মিনারে

সঠিক উত্তর

লখার একুশে: ১.খ ২.গ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা