দশম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. কোনটির দেহ ‘মাইসেলিয়াম’ দ্বারা গঠিত?

ক. পেনিসিলিয়াম খ. ডায়াটম

গ. প্যারামেসিয়া ঘ. ব্যাকটেরিয়া

২. ‘কাইটিন’ দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?

ক. পেনিসিলিয়াম খ. অ্যামিবা

গ. ডায়াটম ঘ. ভাইরাস

৩. দ্বিপদ নামকরণ করা হয় কোন ভাষায়?

ক. জার্মান খ. ল্যাটিন

গ. ফরাসি ঘ. স্প্যানিশ

৪. সকল মেরুদণ্ডী প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

ক. মনেরা খ. ফানজাই

গ. অ্যানিমেলিয়া ঘ. প্রোটিস্টা

৫. বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি কিসের?

ক. গণ খ. বর্গ

গ. প্রজাতি ঘ. গোত্র

৬. দ্বিপদ নামকরণের জনক কে?

ক. ক্যারোলাস লিনিয়াস

খ. ক্যাভিয়ার স্মিথ

গ. ম্যান্ডেল

ঘ. নিউটন

৭. ট্যাক্সোনমি কী?

ক. শ্রেণিকরণ

খ. শ্রেণিবিন্যাস

গ. শ্রেণিবিন্যাসবিদ্যা

ঘ. শ্রেণিবিদ্যা

৮. ‘প্যারামেসিয়াম’ কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

ক. মনেরা খ. ফানজাই

গ. অ্যানিমেলিয়া ঘ. প্রোটিস্টা

৯. জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা হয় কোথায়?

ক. ট্যাক্সোনমি খ. হিস্টোলজি

গ. জেনেটিক্স ঘ. ইকোলজি

১০. ‘ইকোলজি’র সঙ্গে নিচের কোনটির সম্পর্ক আছে?

ক. জীব

খ. প্রাকৃতিক পরিবেশ ও জীব

গ. জীব ও জড়

ঘ. জড় ও প্রকৃতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.ক ৭.গ ৮.ক ৯.খ ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা