ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. কিসের অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানায় উত্পাদন পূর্ণমাত্রায় হচ্ছে না?

ক. স্থায়ী পুঁজি খ. চলতি পুঁজি

গ. নিজস্ব তহবিল ঘ. ব্যবসায়িক ঋণ

২২. বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত কী ধরনের সুবিধা?

ক. অবকাঠামোগত খ. সরকারি পৃষ্ঠপোষকতা

গ. আর্থসামাজিক ঘ. আইনশৃঙ্খলা

২৩. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. আত্মকর্মসংস্থান ঘ. শিল্প

২৪. কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?

ক. সাংগঠনিক ক্ষমতা

খ. বংশ ও পারিবারিক মর্যাদা

গ. ঝুঁকি এড়ানোর মনোভাব

ঘ. অভিজ্ঞতা ও মূলধনের কম ব্যবহার

২৫. যে ব্যবসায়ে ঝুঁকি বেশি তাতে কী বিদ্যমান?

ক. মুনাফা কম

খ. লাভের সম্ভাবনা বেশি

গ. সহজে গঠন

ঘ. ব্যয় বেশি

আরও পড়ুন

২৬. প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?

ক. ঝুঁকি খ. ক্ষতি

গ. সম্ভাবনা ঘ. অনিশ্চয়তা

২৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ব্যাপারে নিরুত্সাহিত হতে দেখা যায়?

ক. প্রতিকূল প্রাকৃতিক উপাদান

খ. স্বল্প শ্রমের জোগান

গ. প্রতিকূল রাজনৈতিক উপাদান

ঘ. প্রতিকূল আইনগত উপাদান

২৮. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতের উন্নয়ন সম্ভব?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা

২৯. উদ্যোক্তা কোনটি সৃষ্টি করেন?

ক. ব্যবসায়ের স্থায়িত্ব

খ. মুনাফা বৃদ্ধির উপায়

গ. কর্মসংস্থান

ঘ. শিল্পের কাঁচামাল

৩০. ব্যবসায় উদ্যোগের উন্নয়নে কোনটি অন্যতম বাধা?

ক. সুপরিকল্পনা

খ. প্রচলিত শিক্ষাব্যবস্থা

গ. চাকরির প্রতি আগ্রহ

ঘ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.গ ২৮.খ ২৯.গ ৩০.গ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন