অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | আমাদের লোকশিল্প - বহুনির্বাচনি প্রশ্ন (১ - ১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

আমাদের লোকশিল্প

১. কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯১৮ সালে খ. ১৯১৯ সালে

গ. ১৯২১ সালে ঘ. ১৯২২ সালে

২. কামরুল হাসান কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৮৭ সালে খ. ১৯৮৮ সালে

গ. ১৯৮৯ সালে ঘ. ১৯৯০ সালে

৩. কোন লোকশিল্পে শিল্পীমনের পরিচয় পাওয়া যায়?

ক. মসলিন খ. মাটির টেপা পুতুল

গ. জামদানি শাড়ি ঘ. শীতলপাটি

৪. কোন ঐতিহ্যটি এ দেশের বহু যুগের?

ক. কাঁসা ও পিতলের বাসনপত্র

খ. পোড়ামাটির কাজ

গ. খাদি কাপড়

ঘ. শীতলপাটি

৫. ‘শীতলপাটি’ তৈরি হয় কোথায়?

ক. খুলনা খ. রাজশাহী

গ. সিলেট ঘ. বরিশাল

আরও পড়ুন

৬. কোন শিল্পটি আমাদের দেশ থেকে লুপ্ত হয়েছে?

ক. মসলিন কাপড় খ. জামদানি শাড়ি

গ. নকশিকাঁথা ঘ. পোড়ামাটির কাজ

৭. গ্রামীণ নারীদের আবেগের সঙ্গে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্পটি কোনটি?

ক. নকশিকাঁথা খ. শীতলপাটি

গ. কাপড়ের পুতুল ঘ. জামদানি শাড়ি

৮. স্বদেশি আন্দোলনের যুগে খাদি কাপড় ব্যবহারে আমাদের মাঝে জাগ্রত হয়েছিল কোনটি?

ক. স্বাধিকার চেতনা

খ. স্বজাত্যবোধ

গ. দেশপ্রেম

ঘ. ঐতিহ্যপ্রীতি

৯. নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত মৌসুম কোনটি?

ক. গ্রীষ্মকাল খ. বর্ষাকাল

গ. শীতকাল ঘ. বসন্তকাল

১০. আমাদের দেশে কোন শিল্পের সৃজনশীল নমুনা পাওয়া যায়?

ক. বাঁশ খ. বেত

গ. সোলা ঘ. কাঠ

সঠিক উত্তর

আমাদের লোকশিল্প: ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.ক ৭.ক ৮.গ ৯.খ ১০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন