দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়?

ক. ঝুঁকি খ. মুনাফা

গ. বিনিয়োগ ঘ. ক্ষতি

৩২. নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের বৈশিষ্ট্য?

ক. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান নয়

খ. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান

গ. যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি

ঘ. যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে কম

৩৩. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কী আছে?

ক. কিছু পার্থক্য খ. কিছু মিল

গ. কিছু অনিশ্চয়তা ঘ. কিছু আয়

৩৪. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো —

i. নিয়ন্ত্রণযোগ্যতায়

ii. পরিমাপযোগ্যতায়

iii. মুনাফার প্রভাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. আদর্শ বিচ্যুতির বড় মান কী নিদে৴শ করে?

ক. অধিক মুনাফা খ. অধিক ঝুঁকি

গ. অধিক ক্ষতি ঘ. কম ঝুঁকি

আরও পড়ুন

৩৬. একটি প্রতিষ্ঠানের ঋণ-মূলধন বেশি, সেই প্রতিষ্ঠানের কী হবে?

ক. আর্থিক ঝুঁকি কম

খ. আর্থিক ঝুঁকি বেশি

গ. মৌলিক ঝুঁকি বেশি

ঘ. ব্যবসায়িক ঝুঁকি বেশি

৩৭. ব্যবসাপ্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৩৮. বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৫ প্রকার

গ. ৭ প্রকার ঘ. ৮ প্রকার

৩৯. কোন ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?

ক. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে

খ. পরিকল্পনা প্রণয়নে

গ. পরিচালনার ক্ষেত্রে

ঘ. মূলধন সংগ্রহে

৪০. কোনটি পরিমাপ করা যায় না?

ক. ঝুঁকি খ. অনিশ্চয়তা

গ. আয় ঘ. সম্পদ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.খ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন