অধ্যায় ৪

৭১. বুলেট অপশনটি কোন গ্রুপে থাকে?

ক. Font খ. Illustrations

গ. Paragraph ঘ. Clipboard

৭২. বুলেট ও নম্বরের আইকন কমান্ড কোন ট্যাবে পাওয়া যায়?

ক. Insert খ. Home

গ. Paragraph ঘ. Font

৭৩. Paragraph গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত?

ক. Insert খ. References

গ. Home ঘ. Review

৭৪. টেবিলে কী থাকে?

ক. কলাম খ. সারি

গ. ডেটা ঘ. সব কটি

৭৫. ‘Enter’ কী ধরনের বাটন?

ক. Gap সূচক খ. অসম্মতিসূচক

গ. সম্মতিসূচক ঘ. ডিলিটসূচক

আরও পড়ুন

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

৭৬. লেখালেখির সময় Enter চাপলে মাউস কার্সরটি কোন দিকে যায়?

ক. ওপরের দিকে খ. নিচের দিকে

গ. পাশের দিকে ঘ. বাম পাশে

৭৭. Enter-এর অপর নাম কী?

ক. ট্যাব–কি খ. রিটার্ন–কি

গ. শিফট–কি ঘ. ব্যাকস্পেস–কি

৭৮. কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?

ক. Right খ. Center

গ. Moderate ঘ. Align

৭৯. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলসটি ব্যবহার করা হয়?

ক. Tab খ. Space

গ. Line Spacing ঘ. Page Break

৮০. Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?

ক. References খ. Illustrations

গ. Paragraph ঘ. Font

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭১.গ ৭২.খ ৭৩.গ ৭৪.ঘ ৭৫.গ ৭৬.খ ৭৭.খ ৭৮.খ ৭৯.গ ৮০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)