সন্ধি
২১. ব্যঞ্জনসন্ধি কত প্রকার?
ক. এক প্রকার খ. দুই প্রকার
গ. তিন প্রকার ঘ. চার প্রকার
২২. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি
২৩. স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?
ক. স্বরধ্বনি দ্বিত্ব হয়
খ. ব্যঞ্জনধ্বনি লোপ হয়
গ. ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়
ঘ. স্বরধ্বনি লোপ হয়
২৪. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ষড় + যন্ত্র খ. ষট্ + যন্ত্র
গ. সৎ + যন্ত্র ঘ. স্বত + যন্ত্র
২৫. ‘রাজ্ঞী’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রাজ্ + নী খ. রাগ্ + নী
গ. রাজ্ + গি ঘ. রাজন + গি
২৬. ‘বৃষ্টি’র সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বৃস + তি খ. বৃশ + টি
গ. বৃষ্ + তি ঘ. বৃষ + টি
২৭. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে কী বলে?
ক. ব্যঞ্জনসন্ধি
খ. স্বরসন্ধি
গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
২৮. গোষ্পদ-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক. গোর + পদ খ. গো + পদ
গ. গৌ + পদ ঘ. গৌর + পদ
২৯. ‘মনীষা’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনস + ঈষা খ. মনঃ + ঈষা
গ. মনশ + ইষা ঘ. মনি + ঈষা
৩০. ‘বনস্পতি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বনঃ + পতি খ. বন + স্পতি
গ. বনস + পতি ঘ. বন + পতি
সঠিক উত্তর
সন্ধি: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা