ক্যাডেট কলেজে ভর্তি - বাংলা (১১)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় বাংলায় থাকবে ৬০ নম্বর। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন (ব্যাকরণ অংশ সহ) , ভাব-সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন, অনুধাবন, সারাংশ ও সারমর্ম—থাকবে

বাংলা সাহিত্য

১. প্রশ্ন : ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?

উত্তর: উপন্যাস।

২. প্রশ্ন : ‘জন্মভূমি’ কবিতাটি কোন ধরনের কবিতা?

উত্তর : দেশপ্রেমমূলক।

৩. প্রশ্ন : পরের কারণে সুখ____।

উত্তর : মরণেও

৪. প্রশ্ন : ‘সুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

উত্তর : আলো ও ছায়া।

৫. প্রশ্ন : কামিনী রায় কোন ছদ্মনামে লিখতেন?

উত্তর : জনৈক বঙ্গমহিলা।

৬. প্রশ্ন : ‘সুখ’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

উত্তর : আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া।

৭. প্রশ্ন : কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তকে।

৮. প্রশ্ন : ‘মানুষ জাতি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।

৯. প্রশ্ন : ‘বেনু ও বীণা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী