সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. কোন এনজাইম স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

ক. ট্রিপসিন খ. কাইমোট্রিপসিন

গ. লাইপেজ ঘ. অ্যামাইলেজ

৩২. অ্যামাইলেজ কোন ধরনের খাদ্য হজমে সাহায্য করে?

ক. শর্করা খ. স্নেহ

গ. আমিষ ঘ. ভিটামিন

৩৩. আন্ত্রিক রস নিঃসরণকারী গ্রন্থি কোথায় থাকে?

ক. বৃহদান্ত্রে খ. যকৃতে

গ. ভিলাসে ঘ. ডিওডেনামে

৩৪. জারক রস নিঃসরণ করে—

i. অগ্ন্যাশয়

ii. যকৃৎ

iii. গলবিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. গলবিলের বৈশিষ্ট্য হলো—

i. খাদ্যবস্তু পরিপাক হয় না

ii. এনজাইম নিঃসৃত হয় না

iii. পাচকরস নিঃসৃত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. লালায় থাকে—

i. টায়ালিন

ii. পানি

iii. লাইপেজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত—

i. যকৃৎ

ii. অগ্ন্যাশয়

iii. বৃহদান্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. অগ্ন্যাশয়ে তৈরি অনুঘটক—

i. টায়ালিন

ii. ট্রিপসিন

iii. লাইপেজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. বেশি মসলা ও তেলযুক্ত খাবার খেলে কী হয়?

ক. গ্যাস্ট্রাইটিস

খ. অ্যামিবিক আমাশয়

গ. ব্যাসিলারি আমাশয়

ঘ. কোষ্ঠকাঠিন্য

৪০. কী কারণে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয়?

ক. নিয়মিত ফলমূল খেলে

খ. নিয়মিত শাকসবজি খেলে

গ. খাওয়ার অনিয়ম করলে

ঘ. নিয়মিত দুধ খেলে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.গ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ক ৩৮.গ ৩৯.ক ৪০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)