ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে রেগুলার এমএসসি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

  • রেগুলার এমএসসি ইন সিএসই প্রোগ্রাম

  • ৩৬ ক্রেডিটের তিন সেমিস্টার তথা দেড় বছরের প্রোগ্রাম

  • ওপেন ক্রেডিট সিস্টেম

  • সব ক্লাস রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত

আবেদনের যোগ্যতা

  • সিএসই, সিএস, সিই, আইটি, ইইই, ইসিই, ইটিই, এসই, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান–সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

  • ব্যাচেলরে ন্যূনতম সিজিপিএ-৩.২৫ (৪.০০–এর মধ্যে) অথবা সমমানের স্কোর থাকতে হবে

  • এসএসসি ও এইচএসসির প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৩.৫০ করে মোট ৮.০০ থাকতে হবে।

  • শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ-২.৫০ এর নিচে হতে পারবে না।

  • মার্চ ৩০, ২০২৪-এর পূর্বে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৩ এপ্রিল ২০২৪

  • আবেদন শেষ: ২০ মে ২০২৪

  • প্রবেশপত্র: ২২ মে ২০২৪

  • ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৪

  • পরীক্ষার ফল প্রকাশ: ২৮ মে ২০২৪

  • যোগাযোগদক্ষতার পরীক্ষা: ১ জুন ২০২৪

  • চূড়ান্ত ফল প্রকাশ: ৪ জুন ২০২৪

  • ভর্তি কার্যক্রম: ৯ থেকে ১২ জুন ২০২৪

  • ক্লাস শুরু: জুলাই ২০২৪-এর দ্বিতীয় সপ্তাহ

জেনে রাখুন

  • আবেদন ফি: ২৫০০ টাকা

  • দুই ধাপে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথমটিতে ৫০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর ১৫০ নম্বরের ১২০ মিনিটের পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে যোগাযোগের দক্ষতা পরীক্ষা করা হবে, যেখানে ৩০ মিনিটের ১৫ নম্বরের লিখিত ও ১৫ মিনিটের ১০ নম্বরের সাক্ষাৎকার থাকবে।

  • অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: msadmission.cse.du.ac.bd

  • যোগাযোগের জন্য ই-মেইল: [email protected]

  • মুঠোফোন: ০১৭২৮৬৩৬৯০৮, ০২–২২৬৬৮৩০২৯